Saturday , 19 September 2020

অটোরিকশা চাপায় আ’লীগ নেতার মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দুর্ঘটনায় চান্দহর ইউনিয়ন আ‘লীগ সভাপতি সামসুল আলম সোনা মিয়ার (৬৮) মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে মানিকনগর-বাস্তা সড়কের সোনাটেংরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের শেখ ভাসানির ছেলে।

চান্দহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বাদল জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে একই ইউনিয়নের ইউপি সদস্য সেলিম মেম্বারের মোটরসাইকেলে যোগে স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের জয়মন্টপের বাড়িতে যাচ্ছিলেন সোনা মিয়া। পথিমধ্যে তাদের মোটরসাইকেলের সামনে একটি কুকুর এসে পড়লে তারা রাস্তায় ছিটকে পড়েন। এসময় পেছন থেকে একটি অটোরিকশা সোনা মিয়ার বুকের ওপর দিয়ে চলে যায়। পরে আহতাবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি জানান, বাদ আসর জানাযা শেষে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

Comments

Check Also

একের পর এক খুন হচ্ছেন পুলিশ সোর্স থেকে

অপরাধীদের ধরতে ‘সোর্সনির্ভর’ তদন্ত করে পুলিশ। সোর্সদের দেওয়া তথ্য নিয়ে পুলিশ অপরাধীদের গ্রেফতার করে। কোনো …