Monday , 17 June 2019

অটোর- বাস মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের মহেশখালি এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

সোমবার বিকেল পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। নিহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

Comments

Check Also

গোসলে নেমে চাঁদপুরে পদ্মায় নিখোঁজ কুমিল্লার কলেজছাত্র

কুমিল্লা থেকে এসে চাঁদপুরের ‘মিনি কক্সবাজার’ খ্যাত পদ্মা নদীর চরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন …