Monday , 27 January 2020

অস্ত্র ও গুলিসহ সাতক্ষীরায় জামায়াতের আমির আটক

নাশকতার পরিকল্পনা করার সময় সাতক্ষীরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আরিফুল ইসলাম ও শহর ছাত্র শিবিরের সহ-সভাপতি আজহারুল ইসলামকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, জিহাদি বই, গঠনতন্ত্র, লিফলেট, হ্যান্ডবিল উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে শহরের রাজার বাগান এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, রাজার বাগান এলাকায় জামায়াতের গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় নাশকতার পরিকল্পনা করার সময় তাদের আটক করা হয়। ঘটনাস্থলে অস্ত্র ও গুলিসহ লিফলেট, জিহাদি বই এবং হ্যান্ডবিল উদ্ধার করা হয়।

Comments

Check Also

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে নসিমন উল্টে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। নিহত শরীফুল ইসালাম (৪৮) মাছ ব্যবসায়ী …