Wednesday , 8 April 2020

আন্তর্জাতিক বিমানবন্দরে সাত ঘণ্টা পর ফ্লাইট ওঠানামা শুরু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টা পর ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে সব ফ্লাইট ওঠানামা শুরু হয়।

ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত ৩টা ১৫ মিনিট থেকে প্রায় সাত ঘণ্টা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সব ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান জানান, সকাল ৯ টা ৫৬ মিনিট পর্যন্ত ঘন কুয়াশার কারণে কোনো ফ্লাইট উঠানামা করতে পারেনি। ১০টার পর কুয়াশা কমে গেলে ফ্লাইট উঠানামা শুরু হয়।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কলকাতায় এবং ইত্তেহাদের একটি কার্গো বিমান মিয়ানমারে অবতরণ করে বলেও জানান তিনি।

গত ১৩ ও ১৪ জানুয়ারিও একই কারণে প্রায় ৬ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।

বিমানবন্দরের রানওয়ের দৃষ্টিসীমা ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ থাকলে বিমান ওঠানামা করতে পারে। কিন্তু এর নিচে নামলে ফ্লাইট ওঠানামা করতে পারে না।

Comments

Check Also

সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আরও তিনদিন বাড়ানো হয়েছে। আগামী ১২ ও ১৩ এপ্রিলও …