Thursday , 24 September 2020

আর নেই মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খান

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও সমাজসেবক মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফরিদপুর মেডিকেল কলেজের সুপার সাইফুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খান করোনায় আক্রান্ত ছিলেন। তার চিকিৎসা চলছিল।

জানা গেছে, বুধবার বাদ জোহর ফরিদপুর শহরের আলীপুর গোরস্থান জামে মসজিদে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় আলীপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন হবার কথা রয়েছে।

মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খান রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা ক্রীড়া সংস্থা, ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে এফবিসিসিআইএর সাবেক সভাপতি ও সমকাল প্রকাশক এ. কে. আজাদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহাসহ অনেকে শোক প্রকাশ করেছেন।

Comments

Check Also

ভারত থেকে আসা পেঁয়াজের অধিকাংশই নষ্ট

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে গত তিন দিনে ৯২৫ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। এর …