একটি এটিএমের প্রায় ১২ লাখ রুপি কুটি কুটি করে নষ্ট করে দিয়েছে ইঁদুরের দল। ভারতের আসামের তিনসুকিয়া জেলার স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় এই কাণ্ড ঘটে। আর সেই ঘটনার ছবি টুইটারে আসার পরই ভাইরাল হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে উদ্ধৃত করে এনডিটিভি জানান, ২০ মে থেকে স্টেট ব্যাংকের লাইপুরের এটিএমে ছেড়া নোট আসে। তার আগের দিনই ব্যাংক কর্তৃপক্ষ ৫০০ ও দুই হাজার রুপির নোট মিলিয়ে প্রায় ২৯ লাখ ৪৮ হাজার রুপি ওই মেশিনে রাখে।
গত ১১ জুন ব্যাংকের প্রযুক্তি শাখার কর্মকর্তারা এটিএম খারাপ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে চমকে যায়। তারা দেখেন ৫০০ এবং দুই হাজার রুপির নোটগুলো টুকরো টুকরো করেছে ইঁদুর। সব মিলিয়ে নষ্ট করেছে ১২ লাখ ৩৮ হাজার রুপি।
স্থানীয় সাংবাদিক নন্দন প্রথম শর্মা বরদলৈ এ ঘটনার একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, ধ্বংস করা নোটের মধ্যে মৃত ইঁদুর পড়ে আছে।
এদিকে, ভিডিওটি দেখে এইচডিএফসি ব্যাংক টুইট করে জানায়, এই ঘটনাটা আমাদের ব্যাংকে ঘটেনি। ঘটেছে অন্য ব্যাংকের এটিএমে।
তিনসুকিয়া জেলার সুপারিটেন্ডেন্ট পুলিশ মুগ্ধজ্যোতি মহান্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে।