Friday , 15 November 2019

ঐশ্বরিয়ার ম্যানেজারের গায়ে আগুন, প্রাণ বাঁচালেন বলিউড কিং শাহরুখ

লিভারের অসুখে কিছুদিন আগেই বেজায় কাবু হয়ে গিয়েছিলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। প্রায় বছর দুয়েক পর বিগ-বি এবার জলসা বাংলোতে দীপাবলির পার্টির আয়োজন করেছিলেন। আচমকাই সেই অনুষ্ঠানে লাগল আগুন। ঐশ্বরিয়ার ম্যানেজার অচর্না সদানন্দের ল্যাহেঙ্গা আগুন জ্বলতে থাকে। এসময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন শাহরুখ খান। একটি জ্যাকেট দিয়ে নিভিয়ে ফেলেন সেই আগুন।

এতদিন সিনেমায় কিং খানকে হিরোইজম দেখাতে দেখেছেন প্রায় সকলেই, এবার সেই তিনিই কি না বাস্তবে একই ভূমিকা পালন করলেন। আগুনের গ্রাসে অর্চনা বাকিরা কিছু বুঝে ওঠার আগেই সেই আগুন নেভাতে উদ্যত হলেন শাহরুখ। একটা জ্যাকেট জোগাড় করে আগুন নেভানোর জন্য ঝাঁপিয়ে পড়েন তিনি। তাই অল্পবিস্তর বার্ন ইনজুরিও হয়েছে।

 

আর অগ্নিদগ্ধ হয়ে এখন মুম্বাইয়ের নানাবতী হাসাপাতালে ভর্তি রয়েছেন অর্চনা সদানন্দ। আগুনে পোড়া ক্ষততে সংক্রমন হতে পারে এজন্য বাইরের কোনও ভিজিটরকে তার কাছে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। হাসপাতালের যে আইসিইউতে তিনি ভর্তি আছেন সেখানেই লিভারের অসুখ নিয়ে কয়েকদিন আগে ভর্তি ছিলেন স্বয়ং বিগ-বি।

শাহরুখের ভূমিকায় বলিউড মহলে প্রত্যেকেই ভীষণ খুশি। তবে তাকে সকলে বাহবা দিলেও এত প্রশংসা গায়ে মাখছেন না।

Comments

Check Also

ক্যাসিনো ইস্যুতে এবার আটকে গেলো ‘শাহেনশাহ’

চার অক্টোবর মুক্তি পাবে ‘শাহেনশাহ’। এমন ঘোষণাই দিয়েছিলেন ছবিটির প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম …