Tuesday , 19 March 2019

কাজল হঠাৎ শপিং মলে পড়ে গেলেন, ভিডিও ভাইরাল [ভিডিও]

র‌্যাম্পে হাই হিল সামলাতে না পেরে অনেক সময় পড়ে যান তারকারা। সে ভিডিও ক্যামেরাবন্দিও হয়। কিন্তু এ বার র‌্যাম্পে নয়, শপিং মলে হাঁটতে হাঁটতে হঠাৎই পড়ে গেলেন বলিউড অভিনেত্রী কাজল। সম্প্রতি মুম্বাইয়ের একটি শপিং মলে এ ঘটনা ঘটে। এই ঘটনা ক্যামেরাবন্দি হয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বৃহস্পতিবার মুম্বাইয়ের ফিনিক্স মলে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কাজল। তাকে ঘিরে রেখেছিলেন নিরাপত্তারক্ষীরা। হঠাৎই টাল সামলাতে না পেরে পড়ে যান অভিনেত্রী। বাধ্য হয়ে সাপোর্ট হিসেবে এক নিরাপত্তারক্ষীর শার্ট ধরে ফেলেন। সঙ্গে সঙ্গেই তাকে উঠতে সাহায্য করেন পাশে থাকা লোকজন।
তবে এই ঘটনা নিয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি কাজল। ফলে ঠিক কেন তিনি ব্যালেন্স হারালেন, তা জানা যায়নি।

Comments

Check Also

ফায়ার সার্ভিসের টহল নির্বাচনকে কেন্দ্র করে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টহল দিতে শুরু করেছে ফায়ার …