Sunday , 25 August 2019

কুমিল্লায় কৃষকের মৃত্যু ট্রেনে কাটা পড়ে

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে সোলেমান (৩২) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সোলেমান ওই গ্রামের আলী আশরাফের ছেলে।

স্থানীয় লোকজন জানান, সোলেমান শ্রীবল্লভপুর এলাকায় রেল লাইনের পাশে তার জমি দেখতে যান। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কুমিল্লা রেলওয়ে স্টেশনের ফাঁড়ি ইনচার্জ মিসবাহুল আলম চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। নিহতের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

Comments

Check Also

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে

পাবনার সুজানগর উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় শিশুটির বাবা …