Tuesday , 18 June 2019

কৃষকের স্বপ্ন পুড়ছে ইটভাটার আগুনে

জয়দেব অনেক স্বপ্ন নিয়ে ৫৪ শতক জমিতে হাইব্রিড জাতের ধান লাগিয়েছেন। আর কয়েক দিন পর গোলায় ধান তোলার কথা ছিল। কিন্তু তার সেই স্বপ্ন পুড়ে গেলো ইটভাটার আগুনে। জমির পাশে অবস্থিত এএফএইচ নামের ইটভাটার ধোয়ায় পুড়ল তার ফসলের মাঠ।

সরেজমিন গিয়ে দেখা গেছে, ভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রায় ২০ বিঘা জমির ফসল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা ও সবজির বাগান। ফসলের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় পথে বসেছে এসব কৃষক পরিবার। তারা দ্রুত ইটভাটা বন্ধ করে ক্ষতিপূরণের দাবি জানান।

জানা গেছে, লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের দেওডোবা গ্রামে এএফএইচ নামের একটি নতুন ইটভাটা রয়েছে। প্রথম থেকে জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা বন্ধের দাবি করে আসছিল এলাকাবাসী। কিন্তু কতিপয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় প্রশাসনের সঙ্গে আঁতাত করে ইটভাটাটি চালু করা হয়। ভাটার চালু পর থেকে একের পর এক অনিয়মের অভিযোগ তুললেও প্রশাসনের সঠিক নজরদারী না থাকায় কোনো কিছুর তোয়াক্কা করছেন না ভাটার মালিক ফারুক হোসেন।

Comments

Check Also

সদরঘাটে লঞ্চের কেবিনে নারীর মৃতদেহ

রাজধানীর সদরঘাট টার্মিনালে এম ভি মিতালী (৭) নামে এক লঞ্চ থেকে নীলুফা (২৭) নামে এক …