Friday , 5 June 2020

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় গভর্নর গেভিন নিউসম রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। রবিবার তিনি জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।

এছাড়া উত্তর ক্যালিফোর্নিয়া থেকে ইতোমধ্যে ৯০ হাজার মানুষ অন্যত্র চলে গেছে। সোনোমা কাউন্টিতে কিনকেড ফায়ার ভয়াবহ রূপ নিয়েছে। ইতোমধ্যে ২৫ হাজার একরের বেশি এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।

খবরে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার ভয়াবহ এই দাবানলে হাজার হাজার বাড়ি পুড়ে যাওয়ার হুমকিতে আছে। এছাড়া দাবানলের কারণে প্রায় ১ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে।

 

Comments

Check Also

লালবাগে গাজী টায়ারের অফিসে অগ্নিকাণ্ড

পুরান ঢাকার লালবাগের পোস্তায় সাত তলা গাজী ভবনের চার তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ওই ফ্লোরপুড়ে …