Sunday , 25 August 2019

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনই যুবলীগ-ছাত্রলীগ নেতার মৃত্যুতে শোকে স্তব্ধ গোপালগঞ্জ।

খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতার মৃত্যুতে শোকে স্তব্ধ গোপালগঞ্জ। রবিবার রাতে খুলনার রূপসা সেতু এলাকায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওই ৫ নেতা নিহত হন।

আরো পড়ুন : ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ খুনের ঘটনায় মামলা

লবণচরা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ৫ নেতা প্রাইভেটকারে করে খুলনা থেকে গোপালগঞ্জে ফিরছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের ভেতরে থাকা ছাত্র ও যুবলীগের ৫ নেতাই প্রাণ হারান। নিহত পাঁচ জনের মরদেহ আজ সোমবার সকালে গোপালগঞ্জ শহরের বাড়িতে এসে পৌঁছিয়েছে। বাদ জোহর গোপালগঞ্জে শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে তাদের দাফনের প্রস্তুতি চলছে।

Comments

Check Also

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে

পাবনার সুজানগর উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় শিশুটির বাবা …