Thursday , 25 April 2019

খুলনায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

খুলনায় ট্রলিচাপায় আঁঁখি মনি (৭) নামে এক শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে জেলার রূপসা উপজেলার আনন্দনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, সকালে মাদ্রাসা থেকে পাশের দোকানে যাচ্ছিল আঁঁখি। এ সময় একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ট্রলিচালক মিলন শেখকে আটক করেছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

Check Also

উগান্ডায় ১৭ শিশুর প্রাণহানি আকস্মিক বন্যায়

উগান্ডার পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ১৭ শিশু ও এক প্রাপ্তবয়স্ক লোকের প্রাণহানি ঘটেছে। এছাড়াও …