Thursday , 21 March 2019

জন আব্রাহাম নেমেছেন দুর্নীতিবিরোধী অ্যাকশনে [ভিডিও]

বলিউডের শক্তিমান ও প্রশংসিত দুই অভিনেতা জন আব্রাহাম ও মনোজ বাজপেয়ি। নতুন একটি অ্যাকশন থ্রিলার ‘সত্যমেব জয়েতে’ ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। বৃহস্পতিবার ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। ২ মিনিট ৪৬ সেকেন্ডের ট্রেলারটি মুক্তির ২৪ ঘন্টা না যেতেই ইউটিউবে প্রায় ১৮ লাখ বার দেখা হয়েছে।
ট্রেলারে দেখা যাবে মনোজ বাজপেয়িকে, যিনি একজন সৎ পুলিশ কর্মকর্তা। সেই সাথে দেখা যাবে জন আব্রাহামকে, যিনি একজন ভিজিলেন্ট, যে নিজ উপায়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করে। ট্রেলারটি জমে গেছে তাঁদের ইঁদুর-বেড়াল খেলায়।  ট্রেলারটি নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করে জন আব্রাহাম একটি পোস্ট দেন।
ছবিটির চিত্রনাট্যকার ও পরিচালক মিলাপ মিলান জাভেরি। ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে আরো দেখা যাবে আয়েশা শর্মা ও ‘রাজি’-খ্যাত আম্রুতা খানভিলকরকে। ভূষণ কুমার, কৃষাণ কুমার এবং নিখিল আদভানি যৌথভাবে প্রযোজনা করছেন। ছবিটি অক্ষয় কুমারের ‘গোল্ড’-এর পাশাপাশি আগামী ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
উল্লেখ্য, চলতি বছর জন আব্রাহামের ‘পরমাণু : দ্য স্টোরি অব পোখরান’ ছবিটি দারুণ প্রশংসিত হয়।

Comments

Check Also

ফায়ার সার্ভিসের টহল নির্বাচনকে কেন্দ্র করে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টহল দিতে শুরু করেছে ফায়ার …