Saturday , 23 January 2021

জুয়া খেলার অপরাধে গাধাকে গ্রেপ্তার!

গাধা জুয়া খেলেছে এমন ঘটনা কেউ কখনো শুনেছেন? হয়তো শোনেননি। কিন্তু সেই অপরাধেই একটি গাধাকে গ্রেপ্তার করা হয়েছে। তিন অভিযুক্তের সঙ্গে তাকেও থানায় আটকে রাখা হয়েছে।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। ঘটনা প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় হাসির রোল উঠেছে। পাঞ্জাবের রহিম ইয়ান খান শহরের পুলিশ জানিয়েছে, গাধাদের রেস করে জুয়া খেলছিল কয়েকজন। ঐ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লক্ষাধিক টাকাও উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গাধাটিকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ বাকিদের সঙ্গে গাধাটির নামও এফআইআর এ ছিল। তাই সেটিকে আপাতত থানার বাইরে বেঁধে রাখা হয়েছে। ঘটনাটি টুইটারে শেয়ার করেছেন পাকিস্তানের সাংবাদিক নাইলা ইনায়ত।

Comments

Check Also

ইয়েমেনে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৪০ হুতি বিদ্রোহী

পশ্চিম ইয়েমেনের আল হুদায়েদা প্রদেশে সংঘর্ষে ৪০ হুতি বিদ্রোহী ও দুই ইয়েমেনি সেনা নিহত হয়েছেন। …