Thursday , 23 May 2019

ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি রাজধানীতে

রাজধানীতে শনিবার সকালে ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। এতে মানুষদের দুর্ভোগে পড়তে হয়। অনেকেই কাকভেজা হয়ে অফিসে ঢুকেছেন।

তিনি জানান, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছুজায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এদিকে সকালে ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির কারণে রাস্তায় যানবাহনের সংখ্যা কম দেখা যায়। এতে অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে বাসের জন্য অপেক্ষা করতে হয় লোকজনকে। এতে মানুষদের দুর্ভোগে পড়তে হয়।অনেকেই কাকভেজা হয়ে অফিসে ঢুকেছেন। আবহাওয়া অধিদফতর জানায়, আগামী দুই দিন বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Comments

Check Also

স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ৪০০ মণ আম ধ্বংস করে র‌্যাব

নির্ধারিত সময়ের আগেই ভিন্ন প্রক্রিয়ায় পাকিয়ে আনা ৪০০ মণ আম ধ্বংস করেছে র‌্যাব। বুধবার রাজধানীর …