টাঙ্গাইল শহরের পৌর উদ্যানের পাশে নজরুল সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের গলিতে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম তানভীর মাহতাব ইসরাক (২০)। সে শহরের আশেকপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে এবং শহরের পুরাতন বাসস্ট্যান্ডের টাঙ্গাইল ইনস্টিটিউটের অব সাইন্স অ্যান্ড টেকনোলজি কলেজের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষ ২য় সেমিস্টারের ছাত্র।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আহাদুজ্জামান জানান, বিকেলের দিকে কোন এক সময় কলেজ ছাত্র তানভীর মাহতাব ইসরাককে দুর্বৃত্তরা ঘটনাস্থলে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।