Thursday , 4 June 2020

ট্রেন চলাচল বন্ধ কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে

কিশোরগঞ্জের নীলগঞ্জে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ-নীলগঞ্জ স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেটের মাইজগাঁও ফেন্সুগঞ্জ থেকে মালবোঝাই করে তারাকান্দি বিসি স্পেশাল ট্রেনটি জামালপুরের তারাকান্দি যাচ্ছিল। এ সময় নীলগঞ্জ স্টেশনের অদূরে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের বগিটি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল ১১টার সময়ও মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগিটির উদ্ধার কার্যক্রম শুরু হয়নি।

Comments

Check Also

সুনামগ সংঘর্ষে নিহত এক, আহত চার

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। স্থানীয় দিনেরটুক আলিম …