Friday , 5 June 2020

দৈনিক ইত্তেফাকের কর্মীর মৃত্যু সড়ক দুর্ঘটনায়

রাজধানীর মাতুয়াইর মা ও শিশু সদন হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় দৈনিক ইত্তেফাকের বার্তা বিভাগের এমএলএসএস (পিয়ন) কামাল হোসেন (৪৫) নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দৈনিক ইত্তেফাকের পাশাপাশি রাতে ভাড়ায় সিএনজি অটোরিকশা চালাতেন কামাল হোসেন। প্রতিদিনের মতো সোমবার রাত ১০টায় ইত্তেফাকের বার্তা বিভাগের ডিউটি শেষ করে সিএনজি নিয়ে বের হন তিনি। রাত ২টার দিকে সারুলিয়া এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে মাতুয়াইর মা ও শিশু সদন হাসপাতালের সামনে একটি ট্রাকের পিছনে তার সিএনজি অটোরিকশা ধাক্কা সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকের আসনে থাকা কামাল নিহত হন।

এ সময় আশেপাশের লোকজন লাশ উদ্ধার করে পরিবারকে খবর দেয়। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।

Comments

Check Also

যশোরে যুবকের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার

যশোরের চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় থেকে বিপুল হোসেন (৩৫) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে …