Monday , 17 June 2019

ধর্মঘট প্রত্যাহার বিআরটিসি বাস শ্রমিকদের

বেতন পরিশোধের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছেন খিলক্ষেত এলাকার বিআরটিসির জোয়ার সাহারা বাস ডিপোর চালক ও শ্রমিকরা।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে জোয়ার সাহারা ডিপোর ম্যানেজার নূর-ই আলম এ কথা জানা।

তিনি বলেন, বিআরটিসি চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন আজ দুপুরের মধ্যে সবার অ্যাকাউন্টে এক মাসের বেতন চলে যাবে। ৩১ জানুয়ারিতে আরেকটি বেতনের টাকা যোগ হবে। এভাবে পর্যায়ক্রমে সব বকেয়া বেতন পরিশোধ করা হবে।

এই প্রতিশ্রুতি পাওয়ার পর আন্দোলনরত চালক ও শ্রমিকরা বেলা পৌনে ১২টার দিকে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন এবং এরপর ডিপো থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান।

এর আগে, মঙ্গলবার সকালে বকেয়া বেতন, বদলি বাণিজ্য বন্ধ ও শ্রমিকদের জরিমানা বন্ধসহ বেশ কয়েকটি দাবিতে জোয়ার সাহারা বাস ডিপোর প্রধান ফটক বন্ধ করে ভেতর থেকে তালা ঝুলিয়ে দেন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেছিলেন, ডিপোর প্রায় ৪০০ শ্রমিক ৯ মাস ধরে বেতন পায় না। এছাড়াও বদলি বাণিজ্য এবং কারণে- অকারণে জরিমানা করা হয়।

জোয়ার সাহারা ডিপো থেকে টঙ্গী-মতিঝিল, আবদুল্লাহপুর-মতিঝিল, কুড়িল বিশ্বরোড-পাঁচদোনা রুটের একতলা ও দ্বিতল বাস চলাচল করে। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের স্টাফ বাস হিসেবে এ ডিপোর বাস চলাচল করে। ধর্মঘটের কারণে এসব বাস চলাচল বন্ধ ছিল।

Comments

Check Also

ভাতা বাড়ছে মুক্তিযোদ্ধাদের দুই হাজার টাকা

২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা দুই হাজার টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে …