Wednesday , 26 February 2020

নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শেরপুরের নকলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন মারা গেছেন। রবিবার সন্ধায় শেরপুর ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা উপজেলার গনপদ্দী বাজারের কাছে চিথলিয়া নামক স্থানে নকলা গামী সিএনজির সঙ্গে ও শেরপুরগামী এফজেড লাইন বাসের মধ্যে এই সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে সিএনজি চালক বিল্লাল হোসেন (৪০) মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত নকলা উপজেলার চন্দ্রকোনা এলাকার হাবিবুর রহমান (৫৫) এবং অন্য একজন অজ্ঞাত যাত্রী রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

দুর্ঘটনার পর আহত পাঁচজনকে প্রথমে নকলা হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ওই দুজন মারা যান।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক বাস ও সিএনজিকে আটক করা হয়েছে। কিন্তু বাসের চালক পলাতক রয়েছে।

Comments

Check Also

রায়পুরে ট্রাক চাপায় প্রাণ গেল স্কুলছাত্রী ফাহিমার

লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাক চাপায় ফাহিমা আক্তার (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *