Wednesday , 26 February 2020

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নাটোরের লালপুরে ট্রাক চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার গোদড়া এলাকায় সাহাদুল ইসলাম (৩২) নামের ওই আরোহী নিহত হন।

তিনি বড়াইগ্রাম উপজেলার বাহিমালী এলাকার হালিম মোল্লার ছেলে।

জানা যায়, সকালে তিনি সাইকেলে করে ইটভাটায় কাজে যাচ্ছিলেন। গোদড়া এলাকায় পৌঁছানোর পর ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক আটক করে থানায় আনা হয়েছে তবে চালক পলাতক রয়েছেন।

Comments

Check Also

রায়পুরে ট্রাক চাপায় প্রাণ গেল স্কুলছাত্রী ফাহিমার

লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাক চাপায় ফাহিমা আক্তার (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ …