Friday , 5 June 2020

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৭

নেপালে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত আরো ৫০ জন। নিহতদের মধ্যে ৭জনই শিশু। দেশটির স্থানীয় কর্মকর্তারা রবিবার এই তথ্য জানায়।

নিউ স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়েছে, রাজধানী কাঠমান্ডুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিন্ধুপালচক জেলার একটি সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি ছিটকে ৫০ মিটার নিচের সানকুসি নদীতে পড়ে যায়।

জেলা কর্মকর্তা গোমা দেবি চেমজং বার্তা সংস্থা এএফপি’কে বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু ও ৫০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। আহতের মধ্যে বাস চালকও রয়েছেন বলে খবরে বলা হয়েছে।

এছাড়া দুর্ঘটনার কবলে পড়া বাসটির আরো কয়েকজন যাত্রী নদীতে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গোমা দেবি চেমজং আরো জানান, কতজন নিখোঁজ রয়েছে তা এখনও নিশ্চিত নয় কেননা বাসটিতে কতজন যাত্রী ছিল তার কোনো রেকর্ড নেই।

দেশটির পুলিশ জানিয়েছে, কি কারণে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত চলছে।

Comments

Check Also

যশোরে যুবকের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার

যশোরের চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় থেকে বিপুল হোসেন (৩৫) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে …