Monday , 21 September 2020

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ২১ আহত ১৫ জন

নেপালে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ১৫ জন। দেশটির পুলিশ এই তথ্য জানায়। খবর ওয়াশিংটন পোস্টের।

পুলিশ জানায়, শুক্রবার নেপালের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি রাস্তায় দেশটির কলেজ শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী একটি বাস খাদে পড়ে যায়। বাসটি ৫০০ মিটার নিচে পড়ে যায় বলে খবরে বলা হয়েছে। এতে ২১ জনের মৃত্যু ঘটে।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনাটি দুর্গম এলাকায় হওয়ায় উদ্ধারকাজ বেশ কঠিন হয়ে পড়ে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেহাল যানবাহন ও খারাপ রাস্তা ঘাটের কারণে প্রায় নেপালে দুর্ঘটনা ঘটে।

Comments

Check Also

যুক্তরাষ্ট্র আ’লীগ স্মরণ করলো আবু ওসমান চৌধুরীকে

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীকে স্মরণ করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। তার …