আইনজীবীদের সঙ্গে বিবাদের জেরে ভারতের রাজধানী দিল্লিতে পুলিশদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে দিল্লি পুলিশের সদর দফতরের সামনে শ’খানেক পুলিশ কর্মী নীরব বিক্ষোভ শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত তা পরিণত হয় জনসমুদ্রে।
সন্ধ্যায় ইন্ডিয়া গেটে মোমবাতি মিছিল করেন পুলিশ কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। পথে নেমেছিলেন দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীরাও।
ঘটনার সূত্রপাত গত শনিবার। সেদিন দুপুরে তিসহাজারি আদালত চত্বরে গাড়ি পার্ক করা নিয়ে পুলিশের সঙ্গে ঝামেলা বাধে আইনজীবীদের। অভিযোগ, ওই ঘটনায় একতরফা শাস্তি দেওয়া হয় পুলিশ কর্মীদের। খবর আনন্দবাজার পত্রিকার।
সোমবার সাকেত আদালতের সামনে ফের এক কনস্টেবলকে মারধর করেন আইনজীবীরা।
এরপর বিক্ষোভ শুরু করেন পুলিশ কর্মকর্তারা।
দোষী আইনজীবীদের শাস্তি, সাসপেন্ড হওয়া পুলিশদের পুনর্নিযুক্তির দাবি মেনে নিলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষোভ তুলে নেওয়া হয়।