Thursday , 21 March 2019

পোশাকশ্রমিকদের ঈদ বোনাস ১৬ আগস্টের মধ্যে দেয়ার নির্দেশ

আগামী ১৬ আগস্টের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের ঈদের বোনাস দেয়ার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। বৃহস্পতিবার সচিবালয়ে পোশাক কারখানার জন্য গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর-কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন।
মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘শ্রমিকদের জুলাই মাসের বেতন আগস্টের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। বোনাস দিতে হবে ১৬ অগাস্টের মধ্যে। এছাড়াও শ্রমিকদের চলতি মাসের বেতন ১৯ আগস্টের মধ্যে পরিশোধ করতে হবে।’
ঈদকে সামনে রেখে পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটি দিতে বলা হয়েছে জানিয়ে মুজিবুল হক বলেন, ঈদুল ফিতরের আগে নেয়া সভার সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন হওয়ায় শ্রমিক অসন্তোষ দেখা যায়নি।
বৈঠকে উপস্থিত ছিলেন বিকেএমইএর সহ-সভাপতি মোস্তফা কামাল পাশা, বিজিএমইএর সহ-সভাপতি এসএম মান্নান কচি এবং শ্রমিকদের পক্ষে রায় রমেশ, সিরাজুল ইসলাম রনি ও লিশা ফেরদৌস।

Comments

Check Also

আজ শুরু হচ্ছে শিশু একাডেমি বইমেলা

ছয় দিনের ‘শিশু একাডেমি বইমেলা’ আজ শুরু হচ্ছে ঢাকায়। বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত মেলা চলবে …