Sunday , 25 August 2019

ফেনীতে বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ,তিন যাত্রী নিহত ও সাতজন আহত হয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বোগদাদীয়া নামীয় স্থানে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ হলে ঘটনাস্থলে লেগুনার তিন যাত্রী নিহত ও সাতজন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মুক্তিযোদ্ধা আবদুস ছোবহান নামের একজনের পরিচয় পাওয়া গেলেও বাকী দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: জাবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ও গুলি, প্রক্টরসহ আহত ৬

ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হাসান শাম্মী ইত্তেফাককে জানান, আহতদের তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাকীদেরকে ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

Comments

Check Also

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে

পাবনার সুজানগর উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় শিশুটির বাবা …