Wednesday , 8 April 2020

বাস চলাচল শুরু খুলনায়

খুলনার অভ্যন্তরীণ সড়কপথে  শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা থেকে দূরপাল্লার পরিবহনগুলো ছেড়ে যায়।

পাঁচদিন পর বাস চলাচল শুরু হওয়ায় সকাল থেকেই খুলনা নগরের সোনাডাঙ্গার আন্তজেলা বাস টার্মিনালে বিভিন্ন সড়কের যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়।

খুলনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, ‘আমরা কখনোই বাস বন্ধ করতে বলিনি। কিন্তু নতুন আইনের ভয়ংকর কিছু ধারার কারণে চালকেরা তা শোনেননি। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় শ্রমিক ফেডারেশনের বৈঠক হয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। আজ আবার বৈঠক হবে। সেখানেই মূলত সিদ্ধান্ত হবে। তবে শ্রমিকেরা নিয়মতান্ত্রিকভাবে সব আলোচনা করার পক্ষে মতামত উপস্থাপন করছেন।’

নুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু হয়। আজ সকাল থেকে খুলনার অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল শুরু হয়।

Comments

Check Also

ফতুল্লায় চুলার আগুনে দগ্ধ আরও ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ আরও দু’জন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক …