Monday , 17 June 2019

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত দুই লাশ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে দুই লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের ফরাশগঞ্জ খেয়াঘাটের সামনের একটি এবং হাসনাবাদে আরেকটি লাশ পাওয়া যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই ফিরোজ হোসেন জানান, মরদেহ দুটি পুরুষের। এক জনের মাথায় ও ডান পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। অপরজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ দুটি পচে গেছে।

এসআই জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Comments

Check Also

ভাতা বাড়ছে মুক্তিযোদ্ধাদের দুই হাজার টাকা

২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা দুই হাজার টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে …