Monday , 13 July 2020

ব্রাজিলে ১০ জনের মৃত্যু ফুটবল ক্লাবে অগ্নিকাণ্ডে

ব্রাজিলের একটি ফুটবল ক্লাবে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোর পাঁচটা নাগাদ ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় ফুটবল ক্লাব ফ্লেমিঙ্গো ফ্রাইডেতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর বিবিসি’র

হতাহতরা সবাই কিশোর ফুটবলার বলে প্রাথমিক তদন্তে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার কারণ জানা যায়নি। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

গত বছরই ৫ দশমিক ৫ মিলিয়ন ইউরো খরচ করে ওই অনুশীলন কেন্দ্র তৈরি করেছিল ফ্লেমিঙ্গো। এই ক্লাবেই খেলেছিলেন জিকো, লিওনার্দো, জুনিয়রের মতো সেরা ফুটবলাররা।

 

Comments

Check Also

হাফিজিয়া মাদ্রাসা ও হিফজখানা খুলালো চার মাস পর

করোনার প্রাদুর্ভাবের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে রবিবার থেকে হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানাগুলো খুলেছে। গত চার মাস …