Tuesday , 23 April 2019

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে সাতজন নিহত

ভারতের উত্তরপ্রদেশে নিউ ফারাক্কা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে সাতজন নিহত হয়েছে। বুধবার সকালে উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের হারচাঁদপুর স্টেশন থেকে ৫০ মিটার দূরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ জানা যায়নি। ইতিমধ্যেই লখনউ ও বারাণসী থেকে এনডিআরএফ-এর দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
মঙ্গলবার রাতে মালদহ থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেয় এক্সপ্রেস ট্রেনটি৷ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। জেলাশাসক, এসপি, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং এনডিআরএফ-কে সবরকম সাহায্যের নির্দেশ দিয়েছেন তিনি।

Comments

Check Also

শেখ সেলিমের নাতির জায়ানের মরদেহ আসবে মঙ্গলবার

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ‘আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান …