Saturday , 23 March 2019

ভূমিধসে ইন্দোনেশিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৩২

ইন্দোনেশিয়ায় নববর্ষের প্রাক্কালে ভয়াবহ ভূমিধসে অন্তত ৩২ জন মারা গেছে। সোমবার দেশটির কর্র্তৃপক্ষ একথা জানিয়েছে।

সেই সঙ্গে সপ্তাহ ধরে তল্লাশী অভিযান চালানোর পর তার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। পশ্চিম জাভা পুলিশ প্রধান অং বুদি মারিয়োতো এ ঘোষণা দিয়ে বলেন, ‘তল্লাশী অভিযান শেষ করা হয়েছে।
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩২

উদ্ধারকর্মীরা পশ্চিম জাভা প্রদেশে পাহাড়ের কাদার ভেতর থেকে লাশগুলো উদ্ধার করেছে। ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধস ঘটে। এখনো একজন নিখোঁজ রয়েছে বলে খবরে বলা হয়েছে।

৩১ ডিসেম্বরের ওই প্রাকৃতিক দুর্যোগে আরো বেশ কয়েকজন আহত হয়েছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিধস ঘটে।

 

Comments

Check Also

বন্দুকধারীর গুলিতে নেদারল্যান্ডসে নিহত ১, আহত অনেকে

নিউজিল্যান্ডের দুটি মসজিদে মুসল্লিদের উপর হামলায় অর্ধশত মানুষ নিহতের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই নেদারল্যান্ডসের …