Saturday , 25 May 2019

ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে মুম্বাইয়ের একটি বহুতল ভবনে

ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইতে একটি বহুতল ভবনের ভেতরে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। পুলিশের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়। কর্মকর্তারা বার্তা সংস্থাকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোন প্রকার প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ২ জন ফায়ার সার্ভিসের সদস্য আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ছিল একের পর এক ঘরগুলিতে। কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছিল। আর তার পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মুম্বাইয়ের ফোর্ট এলাকার পটেল চেম্বার্স নামে ওই বিল্ডিংয়ের একাংশ।
ভারতের মুম্বাইতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড
আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ১৬টি দমকলের ইঞ্জিন পৌঁছায়। প্রায় দেড়শো দমকলকর্মীর কয়েক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন এত ছড়িয়ে পড়েছিল যে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানিয়েছেন এক দমকল কর্মী। হাওয়ার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। আগুন নেভানোর সময়ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি। আর তাতেই আহত হন দুই দমকলকর্মী।

Comments

Check Also

তাজিকিস্তানে ৩২ জন নিহত কারাগারে দাঙ্গায়

তাজিকিস্তানের এক কারাগারে দাঙ্গায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইসলামিক স্টেটের (আইএস) ২৪ …