Wednesday , 13 November 2019

মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ২৫

ঢাকা-রংপুর মহসড়কের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন যাত্রী। রোববার সকাল ১১টার দিকে উপজেলার দমদমা ব্রীজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বেলা সাড়ে ১১ টার দিকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২৮ জন যাত্রী আহত হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক বাসযাত্রী মারা যায়। তবে তার নাম নিশ্চিত করতে পারেনি পুলিশ। অপরদিকে আহতদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, বাস দুটিকে আটক করা হয়েছে। তবে ড্রাইভার হেলপারদের কাউকেই আটক করা সম্ভব হয়নি।

Comments

Check Also

কাশ্মীরে গোলাগুলিতে ২জন নিহত

ফের উত্তপ্ত ভারতের জম্মু-কাশ্মীর। কাশ্মীরের গান্ডেরবাল জেলায় সেনা ও বিচ্ছিন্নতাবাদীদের চলছে তুমুল গোলাগুলি। এতে এখন …