Wednesday , 26 February 2020

মেক্সিকোয় ভূমিকম্প ৫.৩

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় বৃহস্পতিবার ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। কর্তৃপক্ষ এতে সামান্য ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে।

দেশটির জাতীয় ভূতাত্ত্বিক সংস্থা জানায়, চিউদাদ এক্সটিপসের দক্ষিণে এই ভূমিকম্প আঘাত হানে। রাজ্যের নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ ওই এলাকায় তদারকি করছে।

ওয়াক্সাকায় ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এতে বিভিন্ন শহর ক্ষতিগ্রস্ত হয়। এর দুই সপ্তাহ পরে ১৯ সেপ্টেম্বর ওয়াক্সাকার আরো উত্তরে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৩৬৯ জন মারা যায়।

Comments

Check Also

রায়পুরে ট্রাক চাপায় প্রাণ গেল স্কুলছাত্রী ফাহিমার

লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাক চাপায় ফাহিমা আক্তার (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ …