Monday , 18 March 2019

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পার্বতীপুরে ২ জন নিহত

দিনাজপুরের পার্বতীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান সুকলাল (৩৮)। তিনি জেলার নবাবগঞ্জ উপজেলার চকফরিদ গ্রামের জগলুর ছেলে। অন্যজন একই এলাকার কার্তিক চন্দ্রের ছেলে জয়ন্ত (৪০) পার্বতীপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
পার্বতীপুর থানার ওসি হাবিবুল হক এ খবর নিশ্চিত করেছেন।

Comments

Check Also

গোলাগুলিতে মেহেরপুরে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

মেহেরপুরের গাংনীতে দু’দল ‘মাদক ব্যবসায়ীদের’ মধ্যে গোলাগুলিতে বুদু (৩৫) নামে একজন নিহত হয়েছেন। সোমবার ভোররাতে …