Sunday , 7 June 2020

ময়মনসিংহের কংশ নদীতে নিখোঁজ ২ কিশোরের লাশ উদ্ধার

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। মৃতরা হলো— রুবেল (১৫) ও আজিজুল (১৬)। বুধবার রাত সাড়ে আটটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দেড়ঘন্টা অভিযান চালিয়ে প্রায় ৭ ঘণ্টা পর তাদের মৃতদেহ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস জানায়, উপজেলার মেধা গ্রামের দুই কিশোর বুধবার দুপুর দুইটার দিকে বাড়ির পাশ দিয়ে প্রবাহিত কংশ নদীতে গোসল করতে যায়। সাঁতার কাটার সময় জিন্সপ্যান্ট পরা অষ্টম শ্রেণির শিক্ষার্থী রুবেল পানিতে ডুবে যেতে থাকে। তাকে উদ্ধার করতে গিয়ে সঙ্গী আজিজুলও ডুবে যায়। পরে স্থানীয়রা অনেক চেষ্টা চালিয়েও নিখোঁজ দুই কিশোরের সন্ধান পায়নি। পরে বিকেল পাঁচটার দিকে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

ডুবুরি ইদ্রিস আলী ইত্তেফাককে বলেন, শীতের জন্য লাশ দুইটি নদীর তলদেশে ফ্রিজিং অবস্থায় ছিল। শীতে পানি থেকে লাশ ভেসে উঠতে ২/৩ দিন সময় লেগে যায়।

ডুবুরি দলের ধারণা, জিন্সপ্যান্ট পরিহিত রুবেল সাঁতার কাটার সময় টাইট জিন্স প্যান্টের ভারে মাঝ নদীতে ক্লান্ত হয়ে ডুবতে থাকে।

স্থানীয় সূত্র জানায়, নিহত রুবেল মেধা গ্রামের আইনুল হকের পুত্র। সে ঢাকায় অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা শেষে মঙ্গলবার রাড়িতে বেড়াতে এসেছিল। নিহত আজিজুল একই গ্রামের সুরুজ আলীর ছেলে। এ ঘটনায় দুটি পরিবারে শোকের মাতম চলছে। দুই কিশোর সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে।

Comments

Check Also

মসজিদে দানের টাকা নিয়ে মারপিটে নিহত ১

নওগাঁর মান্দায় মসজিদে দানের টাকা ঘোষণা দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও মারপিটে তোফাজ্জল হোসেন …