Friday , 26 April 2019

রাঙামাটিতে গুলি করে হত্যা আওয়ামী লীগ নেতাকে

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার তিনকোনিয়া ইউনিয়নের আলিক্ষণ পাড়ায় এ ঘটনা ঘটে।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কংলাক ভোট কেন্দ্র থেকে ফেরার পথে নয়কিলো নামক স্থানে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ৬ জন নিহত হওয়ার ২৪ ঘণ্টা পার না হতে এ ঘটনা ঘটলো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা ফারুয়া ইউনিয়ন থেকে নৌকায় করে বিলাইছড়িতে ফিরছিছেন। পথে একদল লোক তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments

Check Also

কিশোরের মরদেহ উদ্ধার দীঘিনালায়

খাগড়াছড়ির দীঘিনালা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম সৌরভ (১৫)। বৃহস্পতিবার সকালে …