Monday , 17 June 2019

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফেনীতে নিহত ২

ফেনীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার ভোরে সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি করেছে র‌্যাব।

নিহত দুজন হলেন মো. মামুন মোর্শেদ (৩৫) ও আল আমিন (২৫)। তাদের ঠিকানা ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পে অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিসিক এলাকায় চেকপোস্ট বসায় র‌্যাব। এসময় মোটর সাইকেল আরোহী দুই মাদক ব্যবসায়ী মাদক বহন করে পালানোর সময় র‌্যাবের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। পরে তাদের মৃত্যু হয়। মাদক ব্যবসায়ীয় সঙ্গে থাকা মটরসাইকেলের তেলের ট্যাঙ্কির ভেতর থেকে ২৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহতদের মৃতদেহ ফেনী আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে।

Comments

Check Also

ভাতা বাড়ছে মুক্তিযোদ্ধাদের দুই হাজার টাকা

২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা দুই হাজার টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে …