Tuesday , 19 January 2021

লাঠির আঘাতে বাবাকে হত্যা করে ছেলে

ভূরুঙ্গামারীতে মাদকসেবী এক ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার পাথরডুবী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পাথরডুবী ইউনিয়নের পাথরডুবী গ্রামের নুরুল ইসলাম মাস্টার (৬০) স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতার কাজ করতেন। তার ছোট ছেলে সিরাজুল ইসলাম (৩২) মাদক সেবন করতেন এবং নিয়মিত টাকা না দেয়ায় প্রায় সময়ই ঝগড়া হতো। ঘটনার দিনেও টাকা না দেওয়ায় বাবা-ছেলের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে ছেলের লাঠির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন।
ওসি ইমতিয়াজ কবির জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে।আসামি পলাতক। ছেলেটি একটু পাগল টাইপের বলে তিনি জানান।

Comments

Check Also

বাস-অটোরিকশা সংঘর্ষ মানিকগঞ্জে নিহত ১

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তবে তাদের …