Monday , 17 June 2019

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মনিরুল ইসলাম (৬৫)। শনিবার বিকালে উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের একাডেমি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের ডুবলি ভান্ডারের সলি মন্ডলের ছেলে।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক আবদুস সালাম জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনার পর খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

 

Comments

Check Also

ভাতা বাড়ছে মুক্তিযোদ্ধাদের দুই হাজার টাকা

২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা দুই হাজার টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে …