Monday , 17 February 2020

শিবপুরে বাস খাদে পড়ে ১জন নিহত

নরসিংদীর শিবপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শিবপুর উপজেলার কারারচর সুলতানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্বপন মিয়া (৪৫) সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে। আহতরা নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স উপ-সহকারী মো. শফিকুল ইসলাম ভুইয়া জানান, ভোর ৫টায় সুনামগঞ্জ থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত ও অন্তত ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বেপরোয়া গতি ও ড্রাইভারের চোখে ঘুম ঘুম ভাব থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

 

Comments

Check Also

নারায়ণগঞ্জে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার ইসদাইর এলাকায় বাজারের পাশে জলাধারের ওপর অবৈধভাবে গড়ে উঠা বস্তিতে …