Monday , 20 May 2019

সকল শিক্ষার্থীদের প্রতিধ্বনি ‘উই ওয়ান্ট জাস্টিস’

ঢাকার বিমানবন্দর সড়কে গত রোববার জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আজ বৃহস্পতিবারও পথে নেমেছে শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে চার দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছে। চলছে গাড়িচালকের লাইসেন্স পরীক্ষা। শিক্ষার্থীদের মুখে মুখে স্লোগান—‘উই ওয়ান্ট জাস্টিস’।বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীদের অনড় অবস্থান। সায়েন্স ল্যাব মোড়। ছবি: দীপু মালাকার

 

বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীদের অনড় অবস্থান। সায়েন্স ল্যাব মোড়।

আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর একাত্মতা প্রকাশ। শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছে অন্যরাও। ছবি: দীপু মালাকারআন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর একাত্মতা প্রকাশ। শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছে অন্যরাও।

 

চুয়াডাঙ্গায় রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: শাহ আলমচুয়াডাঙ্গায় রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা।

 

নোয়াখালী শহরের টাউন হল মোড়ে শিক্ষার্থীরা। ছবি: মাহবুবুর রহমাননোয়াখালী শহরের টাউন হল মোড়ে শিক্ষার্থীরা।

 

নিরাপদ সড়কের দাবিতে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবস্থান। বিজিবি কর্মকর্তার এই গাড়িতেও চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না। ছবি: আবদুস সালামনিরাপদ সড়কের দাবিতে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবস্থান। বিজিবি কর্মকর্তার এই গাড়িতেও চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না।

 

প্ল্যাকার্ডে তুলে ধরা হয়েছে শিক্ষার্থীদের দাবি। কুষ্টিয়া শহরের মজমপুর ট্রাফিক কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: তৌহিদী হাসানপ্ল্যাকার্ডে তুলে ধরা হয়েছে শিক্ষার্থীদের দাবি। কুষ্টিয়া শহরের মজমপুর ট্রাফিক কার্যালয়ের সামনে থেকে তোলা।

 

ব্রাহ্মণবাড়িয়াতেও চলছে বিক্ষোভ। প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা। ছবি: শাহাদৎ হোসেন।ব্রাহ্মণবাড়িয়াতেও চলছে বিক্ষোভ। প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা।

 

হাতে হাত ধরে চলছে দাবির পক্ষে অবস্থান। শাহবাগ, ঢাকা। ছবি: আবদুস সালামহাতে হাত ধরে চলছে দাবির পক্ষে অবস্থান। শাহবাগ, ঢাকা।

 

চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে শিক্ষার্থী। নিরাপদ সড়কের দাবিতে ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে তারা। শাহবাগ, ঢাকা। ছবি: আবদুস সালামচালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে শিক্ষার্থী। নিরাপদ সড়কের দাবিতে ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে তারা। শাহবাগ, ঢাকা।

 

নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে স্লোগানমুখর শিক্ষার্থীরা। ছবি: আবদুস সালামনিরাপদ সড়কের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে স্লোগানমুখর শিক্ষার্থীরা।

 

বৃষ্টির মধ্যেও তারা থেমে নেই। কাকরাইল মোড় ছিল এমনই। ছবি: সাইফুল ইসলামবৃষ্টির মধ্যেও তারা থেমে নেই। কাকরাইল মোড় ছিল এমনই।

 

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নিরাপদ সড়কের দাবিতে এ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। রাজশাহীর জিরো পয়েন্টে স্লোগানমুখর শিক্ষার্থীরা। ছবি: শহীদুল ইসলামঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নিরাপদ সড়কের দাবিতে এ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। রাজশাহীর জিরো পয়েন্টে স্লোগানমুখর শিক্ষার্থীরা।

 

নিরাপদ সড়কের দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: এ এস এম আলমগীরনিরাপদ সড়কের দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের অবস্থান।

 

শিক্ষার্থীদের অবস্থানে ঢাকার বেশির ভাগ রাস্তা ছিল ফাঁকা। গণপরিবহন নেই বললেই চলে। শাহবাগ এলাকা, ঢাকা। ছবি: আবদুস সালামশিক্ষার্থীদের অবস্থানে ঢাকার বেশির ভাগ রাস্তা ছিল ফাঁকা। গণপরিবহন নেই বললেই চলে। শাহবাগ এলাকা, ঢাকা।

 

সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: দীপু মালাকারসায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবস্থান।

 

কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে সার্ক ফোয়ারা মোড়ে ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে রাখে শিক্ষার্থীরা। সার্ক ফোয়ারা মোড়, ঢাকা, ২ আগস্ট। ছবি: জামিল খানকাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে সার্ক ফোয়ারা মোড়ে ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে রাখে শিক্ষার্থীরা। সার্ক ফোয়ারা মোড়, ঢাকা, ২ আগস্ট।

Comments

Check Also

কুমিল্লায় বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

কুমিল্লার গোলাবাড়ি সীমান্তে বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তার নাম মো. সেলিম …