Friday , 5 June 2020

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৪ জন নিহত জেদ্দায়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একটি পরিবারের ৪ সদস্য নিহত এবং অপর দুইজন গুরুতর আহত হয়েছেন। জেদ্দা থেকে তায়েফ যাওয়ার পথে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ওই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৃত অহিদের রহমানের ছেলে প্রবাসী মশিউর রহমান (৪৭) এবং তার তিন কন্যা- সায়মা (১৪), সিনথিয়া (১২) ও সাবিহা (৯)। নিহত তিন কন্যা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (ন্যাশনাল কারিকুলাম) এর শিক্ষার্থী ছিলেন।
এছাড়া মশিউর রহমানের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়ে কিং আব্দুল আজিজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।
মশিউর রহমানের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের সাঈদ ভাঙ্গা গ্রামে। দীর্ঘদিন ধরে জেদ্দার নাজলা এলাকায় তিনি পরিবারসহ বসবাস করে আসছেন। তায়েফে তার ব্যবসা আছে বলে জানিয়েছে তার পরিবার।
জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম জানান, আমরাও এরকম একটি খবর পেয়েছি। হাসপাতালে লোক পাঠানো হয়েছে খুব শিগগিরই বিস্তারিত জানাতে পারবো।

Comments

Check Also

যশোরে যুবকের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার

যশোরের চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় থেকে বিপুল হোসেন (৩৫) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে …