Monday , 17 June 2019

হাতিরঝিলের অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

রাজধানীর হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের লে-আউট প্লান বহির্ভূত স্থাপনা সাত দিনের মধ্যে অপসারণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট বিবাদীদের আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
আজ সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ আদেশ দেন।
পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে আবেদন করা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেয়। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।

Comments

Check Also

বাসচাপায় ফার্মগেটে শিক্ষার্থী নিহত

রাজধানীর তেজগাঁওয়ের ফার্মগেটে বাসের চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম তানজিলা আক্তার (১৬)। তিনি …