Saturday , 8 August 2020

হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের নিহত

হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ নূর নবী (৫০) রবিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নিহত হন।

জানাগেছে, রবিবার বিকেলে উপজেলা সদরের কাছে খবির মিয়া বাজারের একটি মসজিদে নামাজ পড়ার জন্য হেঁটে যাচ্ছিলেন প্রভাষক মাওলানা নূরনবী। হঠাৎ একটি মাল বোঝাই টমটম নিয়ন্ত্রণ হারিয়ে মাওলানাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় এবং অবস্থার অবনতি হলে নোয়াখালী জেলা সদরে নেয়ার পথে রাত ৮ টার দিকে তিনি মারা যান। এব্যাপারে হাতিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, টমটম চালককে আটকের চেষ্টা চলছে।

Comments

Check Also

মেয়র আফজালের সুচিকিৎসার ব্যবস্থা করলেন নৌ প্রতিমন্ত্রী

গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি, রংপুর পৌরসভার সাবেক মেয়র মোহম্মদ আফজালের সুচিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন নৌ …