টাঙ্গাইলের দেলদুয়ারের এলেংজানী নদী থেকে হাত-পা বাধা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ একে সাইদুল হক ভূইয়া বলেন, সম্ভবত লাশটি টাঙ্গাইল সদর থেকে ভেসে দেলদুয়ারের টোকচানপুর বাজার সংলগ্ন এলেংজানী নদীতে বাঁশের সঙ্গে আটকে যায়। লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
পরে লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় পেতে টাঙ্গাইলের সব থানায় অবহিত করা হয়েছে।