ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জের ধরে হামলা ও লুটপাটের ঘটনায় নারী, পুরুষসহ তিনজন গুরুতর আহত হয়ে মহেশপুর হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় ৯ জনকে আসামি করে মহেশপুর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার নওদাপাড়া গ্রামের গহর মালিতার ছেলে রমজান আলী ও বক্কর মালিতার ছেলে আল-আমিনের নেতৃত্বে ৮/১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে আচমকা একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মন্টু (৩০), বশির উদ্দিনের স্ত্রী শাহিনুর বেগম (৩৫) ও নবিছদ্দিন ঢালীর ছেলে তারিফকে (২৭) লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে গুরুতর আহত করে। আহতরা এখন মহেশপুর হাসাপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মন্টুর অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
আহতরা জানায়, বুধবার সন্ধ্যায় তাদের ওপর হামলা করে ২টি দোকান থেকে প্রায় ২লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম জানান, একটি অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।