Monday , 17 June 2019

২ শিশু আহত পটকা ফোটাতে গিয়ে

রংপুর গাছের পাতায় আগুন দিয়ে পটকা ফোটানোর সময় দুই শিশু আহত হয়েছে। বুধবার বিকালে জিলা স্কুল মাঠে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিশুরা হল- কেরনীপাড়ার রশিদুল ইসলামের ছেলে নুর আলম (১০) ও শাহ আলমের ছেলে এরশাদ হোসেন (১৪)।

জানা গেছে, বুধবার বিকালে জিলা স্কুল মাঠে দুই শিশুটি খড়ি কুড়াতে গিয়ে দু’টি পটকা কুড়িয়ে পায়। পরে মাঠের মধ্যে পরে থাকা গাছের পাতায় আগুন দিয়ে পটকা দুটিতে আগুনে ফেলে দেয়। তাৎক্ষণিক পটকা দুটি বিস্ফোরিত হয়ে তাদের হাতে ও মুখে পড়ে। আহত দু’জনকে পুলিশ উদ্ধার করে রংপুর মেডিকেল এ ভর্তি করান। আহত নুর আলম ও এরশাদ সম্পর্কে খালাতো ভাই।

Comments

Check Also

ভাতা বাড়ছে মুক্তিযোদ্ধাদের দুই হাজার টাকা

২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা দুই হাজার টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে …