২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
  • ইসলাম
  • জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল সাড়ে ৮টায়

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল সাড়ে ৮টায়

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প সময় হিসেবে প্রধান জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এ কথা জানান।
রবিবার ডিএসসিসির নগর ভবনের ব্যাংক ফ্লোরে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাত বিষয়ক সমন্বয় সভায় মেয়র জানান, যদি আবহাওয়ার কারণে ঈদগাহ ময়দানে প্রধান জামাত না হয়, তাহলে বিকল্প স্থান হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া মাঠে বজ্রপাতরোধক যন্ত্র থাকবে।
সাঈদ খোকন বলেন, আগামী ১৪ জুনের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করা হবে। এতে লক্ষাধিক মুসল্লি যাতে নামাজ আদায় করতে পারেন আমরা সে ব্যবস্থা নিচ্ছি। এতে ৫ থেকে ৬ হাজার নারী ও ৮৫ হাজার পুরুষের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
তিনি আরও জানান, অতিরিক্ত বৃষ্টি হলে ঢাকা ওয়াসা পানি নিষ্কাশনের ব্যবস্থা করবে। এতে একসঙ্গে ১৪০ জন পুরুষ ও ৪০ জন নারী অজু করতে পারবেন। খাবার পানির ব্যবস্থাও থাকবে। সভায় ডিএসসিসি সচিব সাহাবুদ্দিন খানসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comments

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১